Views Bangladesh Logo

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

ভারতে না খেললে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত আইসিসির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত অবস্থান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে অবহিত করলে বিষয়টি নিয়ে আজ আইসিসির বোর্ডসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে সিদ্ধান্ত কার্যকর করার আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ লক্ষ্যে আইসিসি এক দিনের সময়সীমা নির্ধারণ করেছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর বরাতে সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ