Views Bangladesh Logo

বিসিবির চিঠির জবাবে কঠোর অবস্থান আইসিসির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে—এমন কঠোর অবস্থান জানিয়েছে আইসিসি।

মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির পর বিসিবি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার পরিকল্পনা করে। এ বিষয়ে আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায় বোর্ড।

তবে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির সেই অনুরোধ মানেনি আইসিসি। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেওয়া হয়—বিশ্বকাপের ম্যাচসূচি পরিবর্তন করা সম্ভব নয়। আইসিসি স্পষ্ট করে জানায়, ভারত থেকে অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানো হবে না।

আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। তবে এ বিষয়ে বিসিবির দাবি, তারা এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। বিসিবি কিংবা আইসিসি—কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।


তবে বিসিবির কাছে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে গতকাল রাতে মেইলের উত্তর দিয়েছে আইসিসি। বিসিবির একজন পরিচালক সংবাদমাধ্যমকে জানালেন, আজই আইসিসির কাছে ফিরতি মেইল দিবে বোর্ড।


এবারই প্রথমবারের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলো, প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।

বর্তমান সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।

পাঁচ দিনের বিরতির পর ১৪ ফেব্রুয়ারি আবার মাঠে নামবে বাংলাদেশ। কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ