Views Bangladesh Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, জায়গা পাচ্ছে স্কটল্যান্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। আইসিসি বাংলাদেশকে তাদের অবস্থান পুনর্বিবেচনার জন্য আরও ২৪ ঘণ্টা সময় দিলেও বাংলাদেশ সিদ্ধান্তে অনড় থাকে। এরপরই আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাচ্ছে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

এ বিষয়ে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ওয়েবসাইটটি জানিয়েছে, বিষয়টি নিয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

এদিকে আজ শনিবার ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করলেও তা খারিজ করা হয়। ফলে আইসিসির সিদ্ধান্তই বহাল থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ