পিসিবির ম্যাচ রেফারি অপসারণের দাবি নাকচ করল আইসিসি
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেই দাবি নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পিসিবি অভিযোগ করে জানিয়েছিল, টসের সময় পাকিস্তানের ওপেনার সালমান আলি আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নাকি বাধা দেন জিম্বাবুয়ের এই রেফারি। সেই অভিযোগ উল্লেখ করে পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরানোর জন্য আইসিসিকে চিঠি দেয় তারা।
কিন্তু ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, আইসিসি স্পষ্টভাবে পিসিবির দাবি নাকচ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারির কোনো সম্পৃক্ততা ছিল না।
এ বিষয়ে আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ পিসিবির সঙ্গে যোগাযোগ করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ফলে স্পষ্ট হলো, ভারত-পাকিস্তান ম্যাচ শেষে তৈরি হওয়া হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারির কোনো দায় নেই এবং পিসিবির দাবি আইসিসি গ্রহণ করেনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে