দুই স্তরের টেস্ট ক্রিকেট চালুর চিন্তা আইসিসির
সিঙ্গাপুরে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভা, যেখানে আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো দুই স্তরের টেস্ট ক্রিকেট চালুর প্রস্তাব। সভায় প্রস্তাবটি অনুমোদন পেলে এটি ২০২৭-২৯ সাল থেকে কার্যকর হবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, শীর্ষ ছয়টি দল থাকবে প্রথম স্তরে (১ম ডিভিশন); দলগুলো হলো—ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। বাকি ছয়টি দল অর্থাৎ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থাকবে দ্বিতীয় স্তর (২য় ডিভিশন)। প্রথম স্তরের দলগুলো তিন বছরে একে অপরের সঙ্গে দুইবার করে ম্যাচ খেলবে এবং দুটি স্তরের মধ্যে দলবদলের ব্যবস্থা থাকবে।
এই প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন দিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা এর বিরোধিতা করেছে। তারা প্রতিযোগিতার ভারসাম্য ও আর্থিক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে।
এর আগেও জিম্বাবুয়ের একটি বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল এবং এবার তার প্রভাব বিশ্লেষণ শেষে সম্ভবত ভোটের মুখে যাবে।
সভার অন্যান্য আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে— ২০২৬ সাল থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২৪ করা, পূর্ব তিমুরকে আইসিসির সহযোগী সদস্যপদ প্রদান, জাম্বিয়ার ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়া ও ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ছয় দলের ক্রিকেট ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ করা।
চার দিনের এই সভার সভাপতিত্ব করছেন নবনির্বাচিত আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে