Views Bangladesh Logo

বিসিসিআই বাধা না হলে শ্রীলঙ্কায় হতে পারে বাংলাদেশের ম্যাচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে, তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে বিসিবি। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর অবস্থানের ওপর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত জুম বৈঠকে আইসিসি সূচি চূড়ান্ত হওয়ার কথা তুলে ধরে বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করে। এমনকি ভারতের তুলনামূলক নিরাপদ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়।

কিন্তু বিসিবির শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়।

গত ৪ জানুয়ারি বিসিবি লিখিতভাবে আইসিসিকে জানায় যে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে ম্যাচ খেলতে পারবে না। এরপর আইসিসির অনুরোধে বিসিবি ঝুঁকির বিস্তারিত তথ্য, ভিডিও ও সংবাদ প্রতিবেদন সংযুক্ত করে ৮ জানুয়ারি ই-মেইলের মাধ্যমে পাঠায়।

এসব তথ্য বিশ্লেষণ করে আইসিসির নিরাপত্তা বিভাগও ঝুঁকির বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে। একটি নোটে বলা হয়, কলকাতার মতো স্পর্শকাতর ভেন্যুতে বাংলাদেশি সমর্থকরা নিরাপদ নন এবং বাংলাদেশি জার্সি পরা দর্শক হেনস্তার শিকার হতে পারেন।

এ অবস্থায় আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের নিরাপদ ভেন্যুতে সরানোর প্রস্তাব দিলেও বিসিবি তা নাকচ করে দেয়। ফলে আইসিসি এখন বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা যাচাই করছে। এ জন্য বাংলাদেশকে গ্রুপ ‘সি’ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের কথাও আলোচনায় রয়েছে। তবে এতে অন্য দল সরানোসহ নানা জটিলতা দেখা দিয়েছে।

আইসিসির একটি সূত্র জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের জন্য বোর্ড সভার অনুমোদন প্রয়োজন হবে। এ ক্ষেত্রে বিসিসিআই যদি আপত্তি না তোলে, তাহলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা তৈরি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ