মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি
মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে আইসিসি। সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।
ক্রীড়া উপদেষ্টা জানান, মোস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে জানানো হয়েছে চিঠিতে।
ভারতে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলার মতো নিরাপদ পরিবেশ নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, ভেন্যু পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মেনে নেবে না।
ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপত্তা শঙ্কা তুলে ধরে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এ প্রেক্ষিতে বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই দফা চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির জবাব পাওয়ার পরই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বাংলাদেশের ম্যাচের ভেন্যু কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবলেও শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা কম। বরং দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজনের বিকল্প নিয়ে আলোচনা চলছে।
তবে এমন কোনো সিদ্ধান্ত আইসিসি নিলে বাংলাদেশ তা গ্রহণ করবে না বলে হুঁশিয়ারি দেন আসিফ নজরুল। তিনি বলেন, “আইসিসির নিরাপত্তা দল তাদের চিঠিতে তিনটি বিষয় উল্লেখ করেছে, যেগুলো হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।”
তিনি আরও বলেন, “এই মূল্যায়নই প্রমাণ করে ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। সেখানে বাংলাদেশবিরোধী মনোভাব বিরাজ করছে। আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়, তাহলে বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আমরা নতি স্বীকার করবো না।”
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। এরপর একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে