Views Bangladesh Logo

ভারতীয় সাংবাদিক শারদার মন্তব্য

'আইসিসি আসলে বিসিসিআইয়ের দুবাই কার্যালয়'

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই একটি বড় বিতর্কের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকার করার পর বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তাদের জায়গায় ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ স্থান পাওয়া স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইসিসির সিদ্ধান্তকে ‘দ্বিচারিতা’ বলে আখ্যা দিয়ে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনেকের ধারণা, এই পুরো প্রক্রিয়ার পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবই মূল কারণ।

এমন এক সংকটময় সময়ে ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা আইসিসি ও বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তার অভিমত, এই সঙ্কটের জন্য বিসিসিআইয়ের প্রভাব ও ঔদ্ধত্যই দায়ী। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আইসিসি মূলত বিসিসিআইয়ের দুবাই কার্যালয় ছাড়া আর কিছুই নয়।"

দ্য ওয়্যার-এ দেওয়া সাক্ষাৎকারে উগ্রা বাংলাদেশের বিষয়ে আইসিসির সিদ্ধান্তকে সরাসরি ভারতের প্রভাবকেই দায়ী করেন। উপস্থাপক করণ থাপারের প্রশ্নের জবাবে তিনি বলেন, "একজন বাংলাদেশি ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) আলাদাভাবে টার্গেট করার পর, যখন পুরো দলই ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।"

ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপ ছিল কি না, তা নিশ্চিত নন বললেও উগ্রা মন্তব্য করেন, "আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই সঙ্কটের পেছনে ভারতের বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে বিসিসিআইয়ের প্রভাব, আইসিসির অভ্যন্তরে তাদের কর্তৃত্ব এবং আইসিসি বোর্ডে অন্যান্য দেশের নতজানু মনোভাবই এই পরিস্থিতি তৈরি করেছে।"

ক্রিকেট বিশ্বে ভারতের বিপুল আর্থিক প্রভাবকেও এই সংকটের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন শারদা উগ্রা। তার মতে, "ভারতীয় ক্রিকেটের অর্থনৈতিক শক্তিই আইসিসিকে এই অবস্থানে নিয়ে এসেছে। এখানে স্পষ্ট বৈষম্য দেখা যায়—বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে আপত্তি জানায়, সেটিকে গুরুত্ব দেওয়া হয় না, বরং আইসিসির নিয়মের অজুহাত দেখানো হয়। কিন্তু এই যুক্তি খুবই দুর্বল ও অগ্রহণযোগ্য।"

আইসিসির সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতিকে কঠোর ভাষায় সমালোচনা করে উগ্রা বলেন, "ক্রিকেট মহলে এটা এখন খোলা রহস্য—আইসিসি আসলে বিসিসিআইয়ের ইশারাতেই চলে। আইসিসির নির্বাহী বোর্ডও একই সুরে কথা বলে। তাই এই সিদ্ধান্তে আমি মোটেই অবাক হইনি।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ