নারী বিশ্বকাপে প্রাইজমানি বাড়ল চার গুণ, চ্যাম্পিয়ন দল পাবে ৫৪ কোটি
নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি চার গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া ৫০ ওভারের এই বিশ্বকাপে মোট পুরস্কার তহবিল নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১৬৮ কোটি টাকার বেশি।
২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার। অর্থাৎ এবারের আসরে পুরস্কারের পরিমাণ প্রায় চার গুণ বেড়েছে। এমনকি ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি (১ কোটি ডলার) থেকেও বেশি নির্ধারণ করা হয়েছে নারী বিশ্বকাপের পুরস্কার তহবিল।
আইসিসি জানিয়েছে, এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৮৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ৫৪ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি টাকা)। সেমিফাইনালে হেরে যাওয়া প্রতিটি দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার করে।
গ্রুপ পর্বে অংশ নেয়া প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি)। এছাড়া প্রতিটি জয় বোনাস হিসেবে যুক্ত হবে ৩৪ হাজার ৩১৪ ডলার। যারা সেমিফাইনালে উঠতে পারবে না, তাদের মধ্যে পঞ্চম ও ষষ্ঠ দল পাবে ৭ লাখ ডলার করে, আর সপ্তম ও অষ্টম দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, 'প্রাইজমানি চার গুণ বৃদ্ধি নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। এটি নারী ক্রিকেট বিকাশে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।'
এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩০ সেপ্টেম্বর মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে