ভারতীয় গণমাধ্যমের খবর
বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাতে পারে ভেন্যু
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরানোর আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় নয়, বরং ভারতের ভেতরের অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে।
বিসিবি আগে দু’বার আইসিসিকে চিঠি দিয়েছে, যাতে ভারতীয় মাটিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। তবে আইসিসির মত, টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে দেশের বাইরে ভেন্যু পরিবর্তন করা লজিস্টিক কারণে খুবই কঠিন। তাই বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছেন, ভারতের ভেতরের ভেন্যু বদলালেও সেটা ভারতেই খেলা হিসেবে গণ্য হবে।
বর্তমান সূচি অনুযায়ী, ফেব্রুয়ারি ৭ থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাটিতে হবে। এর মধ্যে প্রথম তিনটি কলকাতায়, শেষটি মুম্বাইয়ে। ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার জন্য অনড় থাকলেও আইসিসি ভারতের মধ্যেই বিকল্প ভেন্যু খুঁজছে।
জানা গেছে, আইসিসি এবং সহ-আয়োজক বিসিসিআই ইতিমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ)-সঙ্গে যোগাযোগ করেছে। এনডিটিভিও এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর বৈঠক হয়েছে। ওই বৈঠকে বিকল্প ভেন্যু প্রস্তাবের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা জানা যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভেতরের অন্য ভেন্যু প্রস্তাবের পেছনে আইসিসির যুক্তি হতে পারে সম্প্রতি গুজরাটে ভারত–নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের অভিজ্ঞতা। বিসিবি যে নিরাপত্তার কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে, তার জবাবে আইসিসি এই উদাহরণ উল্লেখ করতে পারে এবং বাংলাদেশকে ভারতে খেলার পরামর্শ দিতে পারে।
বিসিবির নিরাপত্তা উদ্বেগের সূত্রপাত গত ৩ জানুয়ারি, যখন মোস্তাফিজুর রহমানকে উগ্রপন্থীদের হুমকির কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। বিসিবি প্রশ্ন তুলেছিল, যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। এজন্য ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ করা হয়।
ক্রিকবাজের খবরে বলা হয়েছে, বিশ্বকাপের শুরু হওয়ার আগে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অনুরোধ মানা কঠিন। আজ সোমবার আইসিসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।
যদি আইসিসি ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়, তা বিসিবি গ্রহণ করবে কি না, তা এখন অনিশ্চিত। গত শনিবার সিলেটে চেন্নাইয়ে ভেন্যু পরিবর্তনের গুঞ্জন প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা একাই সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা যেখানে দাঁড়িয়েছি, এখনো সেখানে আছি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে