Views Bangladesh Logo

বাংলাদেশ ইস্যুর পর এবার ক্রিকেটারদের সমালোচনায় আইসিসি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ইস্যুতে সমালোচনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে খেলোয়াড়দের নাম, ছবি ও ব্যক্তিগত পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে আইসিসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি খেলোয়াড়দের কাছে যে ‘স্কোয়াড পার্টিসিপেশন টার্মস’ পাঠিয়েছে, তা ২০২৪ সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। ডব্লিউসিএ নতুন শর্তগুলোকে খেলোয়াড়দের জন্য ‘শোষণমূলক’ উল্লেখ করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে।

তবে আইসিসি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি নির্দিষ্ট সদস্য বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জন্য নয়। এর জবাবে ডব্লিউসিএ দাবি করেছে, আগের চুক্তিতে সংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের জন্যই সুরক্ষা প্রযোজ্য থাকবে বলে উল্লেখ ছিল। ফলে বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ই ওই আইনি সুরক্ষার অধিকারী।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট নতুন শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইসিসির প্রস্তাবিত শর্তাবলি খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার ও সুরক্ষাকে আগের চুক্তির তুলনায় উল্লেখযোগ্যভাবে সীমিত করছে।

বিশেষ করে কনটেন্ট ও মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের বায়োমেট্রিক তথ্য ব্যবহার এবং লাইসেন্সিং বিষয়গুলোতে আপত্তি জানিয়েছে সংগঠনটি। মফাটের অভিযোগ, একই টুর্নামেন্টে অংশ নেওয়া বড় দলগুলো তুলনামূলক ভালো সুবিধা পেলেও ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের খেলোয়াড়দের কঠোর শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে। অথচ অনেক ক্রিকেটারের জন্য আইসিসি ইভেন্টই আয়ের প্রধান উৎস।

ডব্লিউসিএ জানিয়েছে, তারা ক্রিকেটের উন্নয়ন বা আইসিসির ইভেন্ট আয়োজনের বিরোধী নয়। তবে খেলোয়াড়দের অংশীদারিত্ব নিশ্চিত করেই সেই লক্ষ্য অর্জন করা উচিত। সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট খেলোয়াড়রা পূর্বে সম্মত স্কোয়াড শর্তে স্বাক্ষর করেছেন এবং বিশ্বকাপে আইসিসিকে সেই শর্তগুলোই কার্যকর রাখতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ