নির্দিষ্ট কোনো সময়সীমা দেয়নি আইসিসি, দাবি বিসিবির
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে—আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর নাকচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি।
সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, আইসিসি ও বিসিবির সাম্প্রতিক বৈঠকগুলোতে নির্দিষ্ট কোনো দিন বা তারিখ নিয়ে আলোচনা হয়নি।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না এবং বিশেষ করে দলটি ভারতে গিয়ে খেলবে কি না—সে বিষয়ে বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকেই এই সময়সীমার কথা জানানো হয়েছে।
তবে এই দাবি সরাসরি অস্বীকার করেন আমজাদ হোসেন। তিনি বলেন, ‘গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় এসে আমাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই, এই ভেন্যুতে—অর্থাৎ ভারতে—খেলতে আমরা অপারগ এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ জানাই।’
তিনি আরও বলেন, ‘আইসিসির প্রতিনিধি তখন জানান, তারা এসব বিষয় আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তী সময়ে সিদ্ধান্ত আমাদের জানানো হবে। তবে কবে নাগাদ বা নির্দিষ্ট কোনো তারিখের কথা তারা বলেননি। শুধু বলেছেন, পরবর্তী বৈঠকের সময় আমাদের জানিয়ে দেওয়া হবে।’
বিশ্বকাপে ভারতে না যাওয়ার অবস্থান জানানোর পর আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ভিডিও কনফারেন্সে প্রথম দফার আলোচনা হয়। এরপর শনিবার আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় এসে সরাসরি বৈঠক করেন। একই সময় অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির আরেক প্রতিনিধি।
দুটি বৈঠকেই বিসিবি আগের অবস্থানেই অনড় থেকে আইসিসিকে জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয়। অপরদিকে আইসিসিও পরিষ্কার করে জানায়, তারা নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আনবে না।
বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা উল্লেখ করা হয়। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রস্তাবটি এসেছে বিসিবির দিক থেকেই। প্রতিবেদনে বলা হয়, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপের আয়ারল্যান্ডের জায়গা অদলবদলের প্রস্তাব দেয় বিসিবি, যা আইসিসি গ্রহণ করেনি। বিসিবির বিজ্ঞপ্তিতে আইসিসির এই অসম্মতির বিষয়টি উল্লেখ করা হয়নি।
এদিকে আইসিসির নিয়োগ দেওয়া স্বাধীন সিকিউরিটি এজেন্সির পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সার্বিক নিরাপত্তা ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উঁচু পর্যায়ের। তবে কোনো সফরকারী দলের প্রতি সুনির্দিষ্ট বা সরাসরি হুমকি নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগের বৈঠকের মতো শনিবারের বৈঠকেও আইসিসি বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে, ভারতে খেলতে গেলে তাদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
তবে সভার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ইএসপিএনক্রিকইনফো জানায়, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আইসিসি। বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যায়, সে ক্ষেত্রে বিকল্প দল হিসেবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
তবে বিসিবি পরিচালক আমজাদ হোসেনের দাবি, পরিস্থিতি এখনো সে পর্যায়ে পৌঁছায়নি। তার ভাষায়, ‘এখনও বিসিবির পিঠ দেয়ালে ঠেকে যায়নি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে