Views Bangladesh Logo

আজ বাংলাদেশে আসছে আইসিসি প্রতিনিধিদল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে আজ বাংলাদেশ সফরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর একটি প্রতিনিধিদল। তবে এই সফরের উদ্দেশ্য আয়োজক দেশ বা ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু করা নয়। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান কর্মকর্তা অ্যান্ড্রু এফ গ্রেড আজ ঢাকায় পৌঁছাচ্ছেন। তবে প্রতিনিধিদলের আরেক সদস্য, ভিসা জটিলতার কারণে সফরে আসতে পারছেন না। বাংলাদেশ সরকার ওই কর্মকর্তার ভিসা মঞ্জুর করেনি বলে জানা গেছে।

এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন যে আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসবেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই সফর মূলত পরিস্থিতি শান্ত করার বা ‘ড্যামেজ কন্ট্রোল’-এর উদ্যোগ; বিশ্বকাপের ভেন্যু পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা নয়।

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তার সূত্রপাত হয় ভারতের আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর। বিষয়টি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে বিসিবি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়—বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার কথা রয়েছে ভারত ও শ্রীলঙ্কার। সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্যদিকে, পাকিস্তানের ম্যাচগুলো ভারত নয়, শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।

বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে—তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। প্রয়োজনে গ্রুপ পুনর্বিন্যাস করে হলেও শ্রীলঙ্কায় ম্যাচ খেলার অনুমতি চেয়েছে বিসিবি।

সূত্রগুলো বলছে, বাংলাদেশ সরকার যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে গ্রুপ সি থেকে আয়ারল্যান্ডকে গ্রুপ বি-তে স্থানান্তর করা হতে পারে—যার জন্য আইসিসির অনুমোদন প্রয়োজন হবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি মেনে চলতে রাজি করাতেই আইসিসির প্রতিনিধিদল ঢাকায় আসছে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বিসিবি পুনর্ব্যক্ত করেছে যে বর্তমান পরিস্থিতিতে ভারতে সফর করা গ্রহণযোগ্য নয়। জানা গেছে, ভারত বাংলাদেশকে বাড়তি নিরাপত্তার আশ্বাস দিয়েছে—রাষ্ট্রপ্রধানদের মতো নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে এসব আশ্বাসেও বাংলাদেশের উদ্বেগ কাটেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ