আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গুম করেছিল। কিন্তু জনগণের দোয়া ও আল্লাহর মহিমায় তিনি ফিরে এসেছেন। দীর্ঘ প্রায় ১৪ বছর পর মুক্ত পরিবেশে এলাকার মানুষের সামনে কথা বলতে পেরে তিনি কৃতজ্ঞতা জানান।
বুধবার (৩ ডিসেম্বর) নিজ এলাকা কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “আমার হায়াত ছিল বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের দোয়ায় গণতন্ত্রের বিজয় হয়েছে, ফ্যাসিস্টদের পতন ঘটেছে। আওয়ামী বাকশালী গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।”
তিনি ক্ষোভ বা প্রতিহিংসায় না জড়িয়ে গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানান।
গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর অনুপস্থিতিতে তাঁর স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য।
এর আগে তিনি সকাল থেকে শিলখালী স্কুল স্টেশন, কাচারীমুরা স্টেশন, বারবাকিয়া বাজার, টইটংয়ের ধনিয়াকাটা স্টেশন, বনকানন বাজারে গণসংযোগ শেষে টইটং বাজারে পথসভায় অংশ নেন। দিনশেষে সবুজবাজারে জনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় তাঁর সহধর্মিণী ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে