Views Bangladesh Logo

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির অনুকরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান।’ দেশকে নতুনভাবে গড়ে তুলতে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন।


আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই 'আই হ্যাভ এ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি' (আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের মানুষের জন্য, আমার দেশের জন্য)।'


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তারেক রহমান বলেন, ‘৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালেও তেমনি সর্বস্তরের মানুষ এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।’ তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।

তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের মানুষ আছে, সমতলের মানুষ আছে; মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই আছে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, এমন বাংলাদেশ চাই যেখানে নারী, পুরুষ কিংবা শিশু- যেই হোক না কেন, ঘর থেকে বের হলে নিরাপদে ফিরে আসতে পারে।


সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছে।’ তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ‘৭১–এ যারা শহীদ হয়েছেন এবং ২৪–এ যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে,’ বলেন তিনি।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে দেশ গড়ার প্রধান দায়িত্ব তরুণ প্রজন্মের ওপরই থাকবে। গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি পরপর তিনবার বলেন, ‘আমরা দেশের শান্তি চাই।’


এর আগে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান।

বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন এবং বেলা ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ এ সময় মঞ্চে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।


গণসংবর্ধনায় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ