লাইফ সাপোর্টে হুজাইফা, অস্ত্রোপচারেও বের করা যায়নি মাথার গুলি
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনান এখনও লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
জটিল অস্ত্রোপচারের পরও তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা বলেন, শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ জানান, কয়েক ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেও গুলি বের করা যায়নি। গুলি মস্তিষ্কের বিপজ্জনক স্থানে থাকায় সরাতে গেলে শিশুর জীবন ঝুঁকিতে পড়বে। আমরা তাকে সুস্থ করতে সবরকম চেষ্টা চালাচ্ছি।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, শিশুটির সার্বিক অবস্থা ক্রিটিক্যাল। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
শিশুটির চাচা মোহাম্মদ এরশাদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাতিজা কোনো অপরাধ করেনি। তাহলে কেন তার এমন করুণ পরিণতি হলো?
ঘটনার সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় হুজাইফা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়।
বিকেলে তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে