Views Bangladesh Logo

স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে, পলাতক স্বামী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর কলাবাগান এলাকায় স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম জানান, নিহত গৃহবধূর মরদেহ ফ্ল্যাটের ভেতরে থাকা একটি ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী পলাতক ছিলেন। কলাবাগান থানার পুলিশ হত্যাকারী স্বামীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূর নাম তাসলিমা, তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার পূর্বছেল থানাধীন বিন্দান গ্রামে। তার বাবার নাম মো. সিরাজ মিয়া। উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল।

গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিহত তাসলিমার দুই মেয়ে তাদের মায়ের হঠাৎ নিখোঁজ হওয়া এবং বাবার অস্বাভাবিক আচরণে সন্দেহ প্রকাশ করে কলাবাগান থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে এরপর রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি ডিপ ফ্রিজ থেকে তাসলিমার লাশ উদ্ধার করে। তবে ততক্ষণে নিহতের স্বামী নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ