Views Bangladesh Logo

বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে এক নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তার স্বামী আসিফ মিয়াসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ওই নববধূকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বুধবার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর বৃহস্পতিবার রাতে বাসর ঘরে এই ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানকার আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানিয়েছেন, ওই নারীর শরীরে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, নববধূর বাবার বাড়ির গ্রাম থেকে সাতজনকে আটক করা হয়েছে এবং তাদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ