Views Bangladesh Logo

মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়। তাই প্রতিটি মানুষকে তার সক্ষমতা অনুযায়ী উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সবাই যেন উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়, সে ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমানে প্রযুক্তির কারণে উদ্যোক্তা হওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রযুক্তি মানুষকে সরাসরি বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি মানুষকে নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

আশা প্রকাশ করে ড. ইউনূস বলেন, “আমরা চাই, প্রতিটি মানুষ তার সক্ষমতাকে কেন্দ্র করে নিজের পছন্দের জায়গায় পৌঁছাক। পিকেএসএফের নতুন ভবন সেই যাত্রায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ