জামায়াতের জাতীয় সমাবেশে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এই সমাবেশ আজ দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই ঢল নামে নেতাকর্মীদের।
এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলটির নেতাকর্মীরা ঢাকায় পৌঁছে সমাবেশস্থলের দিকে অগ্রসর হচ্ছেন। অনেকেই আবার গতকাল শুক্রবার (১৮ জুলাই) সমাবেশস্থলে এসে অবস্থান নেন। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মাঠেই তাদেরকে মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে কোনো ‘প্রধান অতিথি’ রাখা হয়নি। তাদের দাবি, জামায়াত আয়োজনের উদ্যোক্তা হলেও এটি সব দল-মত-ধর্মের মানুষের জন্য উন্মুক্ত একটি সমাবেশ। এ কারণেই মঞ্চে নির্দিষ্ট কোনো অতিথিকে রাখা হয়নি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থল সুশৃঙ্খল রাখতে দায়িত্ব পালন করবেন ৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক। তারা মাঠ ব্যবস্থাপনা, প্রবেশপথ নিয়ন্ত্রণ, জরুরি সেবা ও অংশগ্রহণকারীদের সহায়তা প্রদান করবেন। এ ছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে বৈঠক করেছে জামায়াত।
জামায়াতের দাবি, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের লক্ষ্য।
সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ১ কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে