Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষায় ১ বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

ইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় বরিশালে নুসরাত জাহান নাসরিন (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নুসরাতের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশাল শহরে বড় বোন রাহাত আনোয়ারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

এই বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিষ কুমার সাহা জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ১২টার দিকে নুসরাতকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নুসরাত আসলে ভালো ফলাফলই করেছে, তবে হেলথ সায়েন্স বিষয়ে অকৃতকার্য হয়েছে। তিনি চাইলে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারতেন। এমন সিদ্ধান্ত নেয়া সত্যিই মর্মান্তিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ