এইচএসসির ফলাফল ১৯ অক্টোবরের মধ্যে
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ১৯ অক্টোবরের মধ্যে ঘোষণার কথা জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘উত্তরপত্র মূল্যায়ন এখনো চলছে। সেগুলো বোর্ডগুলোতে পৌঁছানোর পর ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হবে। আমরা আশা করছি, নির্ধারিত ৬০ দিন বা ১৯ অক্টোবরের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে’।
১২ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এইচএসসির লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। তবে, মূল সময়সূচি অনুসারে পরীক্ষা ২৬ জুন শুরু হয়েছিল এবং ১৩ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিতে সময়সূচি পরিবর্তিত হয়ে সব পরীক্ষা শেষ করতে কিছুটা বিলম্ব হয়।
পরীক্ষার আয়োজক দেশের ১১টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পাবলিক পরীক্ষা আইন অনুসারে শেষ লিখিত পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফল তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষা, ফলাফল প্রস্তুত ও প্রকাশের সমন্বয়কারী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আমরা এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করিনি। মন্ত্রণালয় বা অন্য কোনো কর্তৃপক্ষের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। পরীক্ষা তিনবার স্থগিত হওয়ায় গ্রেডিংও বিলম্বিত হয়েছে। তবে, আমরা দ্রুত প্রক্রিয়াটি সম্পন্নের সর্বাত্মক চেষ্টা করছি’।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ২৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী। তবে নিবন্ধিত হয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী, যাদের ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। দেশজুড়ে দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষায় তাদের প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে