Views Bangladesh Logo

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গ্রীন রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনাটি ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিনার ভাই জুয়েল ত্রিপুরা জানান— রিনা মেহরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। গত বছর এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ায় ৭ জুলাই ফের সেই বিষয়ে পরীক্ষা দেয়ার কথা ছিল।

তিনি আরও জানান, ঘটনার দিন রিনা রাতের বাসে বান্দরবানের থানচি উপজেলার নিজ বাড়ি থেকে ঢাকায় আসেন। কলাবাগানে নেমে তিনি রিকশায় করে কলেজের ডরমিটরিতে ফিরছিলেন। ডরমিটরির কাছাকাছি পৌঁছালে ছিনতাইকারীরা রিকশা থামিয়ে তাকে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন ও কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, ঘটনাস্থল চিহ্নিত করে তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার প্রতি পুলিশ নজর রাখছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ