Views Bangladesh Logo

১৬ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ থেকে ১৮ অক্টোবরের মধ্যে প্রকাশের বিষয়ে প্রাথমিকভাবে একমত পোষণ করেছেন দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে বলেন, ‘আজকে সভা হয়েছে। আমরা সম্ভাব্য কয়েকটি তারিখ নিয়ে আলোচনা করেছি। ১৬, ১৭ ও ১৮ অক্টোবর আলোচনা হয়েছে। আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।’

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে।

গত ২৬ জুন থেকে সারাদেশে একযোগে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হয়েছিল। এ বছর পরীক্ষায় অংশ নেয় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ