Views Bangladesh Logo

এমন প্রশাসনের অধীনে নির্বাচন করি, যারা অলরেডি বায়াসড: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রশাসনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি, যারা অলরেডি বায়াসড।’

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর বিএনপির সাবেক নেতা এই অভিযোগ করেন।

সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, 'আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এ রকম দেখায় বলেছি। আমার এক অপরাধের বিরুদ্ধে ‘যদি হয়ে থাকে’ তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ