নারায়ণগঞ্জে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি ঠেকাতে গিয়ে এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আমেনা বেগম। তিনি দেওয়ান কামরুজ্জামান বাবুলের স্ত্রী।
ঘটনার পর পালানোর সময় সন্দেহভাজন মেহেদী স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত হয়।
স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, চার দিন আগে মেহেদীসহ কয়েকজন বাবুলের বাড়িতে টাইলসের কাজ করেছিলেন। শুক্রবার বিকেলে বাড়িটি ফাঁকা ভেবে মেহেদী চুরির চেষ্টা করেন। এ সময় আমেনা বেগম তাকে বাধা দিলে মেহেদী ছুরি দিয়ে তাকে একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা মেহেদীকে আটক করেন। আমেনা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তাকে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শেষে উভয় মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে