আসন্ন নির্বাচন ঘিরে পুলিশকে নিরপেক্ষ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের সদস্যদের রাজনৈতিক কোনো দলের পক্ষ নেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাজ সবসময় জনস্বার্থ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পরিচালিত হতে হবে। রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা দেওয়া বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাবার কোনো সুযোগ নেই। পেশিশক্তি দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘আমি বারবার বলছি, যদি এখনই কোনো দলের পক্ষে তেল দেওয়া শুরু করেন, তা নির্বাচনের পর কাজে লাগবে না। তাই আপনারা রাজনৈতিক দলের দিকে যাবেন না। জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে মনোনিবেশ করুন।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে