আজ পবিত্র শবে মেরাজ
আজ পবিত্র শবে মেরাজ। শুক্রবার (১৬ জানুয়ারি) ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত এই রাতটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
হিজরি সনের রজব মাসের ২৬ তারিখের রাতে মহান আল্লাহ তাঁর প্রিয় হাবিব, শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-কে বিশেষ সম্মানে ভূষিত করেন। এই ঐতিহাসিক রাতেই তিনি মহান আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ প্রদান করা হয়।
ইসলামের ইতিহাস অনুযায়ী, আল্লাহর হুকুমে এ বরকতময় রাতে ‘বুরাক’ নামের বিশেষ বাহনে আরোহন করে মহানবী (সা.) ঊর্ধ্বাকাশে গমন করেন—যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সফরে তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ মহান আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন।
এই অসাধারণ ঘটনাবলির কারণে শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র একটি রাত হিসেবে বিবেচিত। এ রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে