পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি
বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশজুড়ে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
রোববার সন্ধ্যায় (২১ ডিসেম্বর) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।
জেলা প্রশাসনসমূহ, ইসলামিক ফাউন্ডেশনের সদর দপ্তর ও এর বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো) থেকে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এবং সে অনুযায়ী শবে মেরাজের তারিখ চূড়ান্ত করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে