Views Bangladesh Logo

স্মৃতিবিজড়িত পবিত্র আশুরা আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

মাম হোসেন (রা.) ও তার পরিবার-পরিজনকে আত্মসমর্পণে বাধ্য করতে ইয়াজিদের বাহিনী কারবালার ময়দানে তার শিবিরে পানি সরবরাহ বন্ধ করে দেয়। কয়েকদিন ধরে পানির অভাবে কাফেলার নারী ও শিশুরা তীব্র তৃষ্ণায় কাতরাতে থাকলেও ইমাম হোসেন অন্যায়ের কাছে মাথা নত করেননি। অবশেষে ১০ মহররম অর্থাৎ আশুরার দিন অবরুদ্ধ অবস্থায় এক অসম যুদ্ধে ইমাম হোসেন (রা.) ও তাঁর ৭২ জন সঙ্গী শাহাদাতবরণ করেন। শিমার ইবনে জিলজুশান নামক এক সৈন্য ইমাম হোসেনের গলা কেটে তাকে শহীদ করে।

এই ঘটনার মধ্য দিয়ে ইসলামের ইতিহাসে এক করুণ অধ্যায়ের সূচনা হয়, যা মুসলমানদের হৃদয়ে আজও গভীর শোকের স্মৃতি হয়ে গেঁথে আছে। বিশেষ করে আশুরার দিন শোক পালন করেন শিয়া মুসলমানরা। এ উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বের হবে তাজিয়া মিছিল।

এ ছাড়াও আশুরা ইসলামে একটি তাৎপর্যপূর্ণ দিন। হাদিস অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) এই দিনে রোজা রাখতেন এবং সাহাবাদেরও তা রাখতে উৎসাহিত করতেন। ইসলামী বিশ্বাস মতে, কেয়ামতও এই দিনেই ঘটবে।

পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আশুরার শিক্ষা মানবজাতিকে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে প্রেরণা দেয়। তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ