Views Bangladesh Logo

মারা গেছেন হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড

লিউডের প্রবীণ ও জনপ্রিয় অভিনেত্রী ডায়ান ল্যাড (৮৯) সোমবার (৩ নভেম্বর) বয়সজনিত কারণে মারা গেছেন। তার মৃত্যুর খবর পরিবার ঘনিষ্ঠ সূত্র ওয়াশিংটন পোস্টকে নিশ্চিত করেছে।

ডায়ান ল্যাড তিনবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনয়নপ্রাপ্ত এবং গোল্ডেন গ্লোব বিজয়ী ছিলেন। তিনি দৃঢ় চরিত্রের নারীদের জীবন্তভাবে ফুটিয়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। আনুমানিক সম্পদ ছিল ১০ মিলিয়ন ডলার।

ডায়ানের কন্যা লরা ডার্ন এক বিবৃতিতে জানিয়েছেন, তার মা ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতে মারা গেছেন এবং তার পাশে ছিলেন। লরা বলেন, ‘তিনি ছিলেন সেরা কন্যা, মা, দাদি, অভিনেত্রী ও সহানুভূতিশীল আত্মা। আমরা তার সঙ্গে ছিলাম এবং আছি, এজন্য ধন্য। এখন তিনি ফেরেশতাদের সঙ্গে উড়ছেন।’

ডায়ান ল্যাডের জন্ম ২৯ নভেম্বর ১৯৩৫ সালে লরেল, মিসিসিপিতে। তিনি পশুচিকিৎসক প্রেস্টন পল ল্যাডনার ও অভিনেত্রী মেরি বার্নাডেট ল্যাডনার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই তিনি অভিনয়, গান ও নৃত্যসহ সব শিল্পকলায় পারদর্শী ছিলেন এবং ১৯৬০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ