Views Bangladesh Logo

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সব দ্বিধা কেটে যাবে: বিএনপি মহাসচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশজুড়ে বিদ্যমান সব রাজনৈতিক অনিশ্চয়তা ও দ্বিধা কেটে যাবে।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীলতা এবং পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি পরিহারের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, সরকার একটি ‘ম্যাজিকাল দেশ’ তৈরি করতে চায়; কিন্তু তা জনগণের মধ্য থেকে আসুক- এটাই তাদের কাম্য। তবে সরকারের মধ্যে এমন আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, ভিন্ন মত দেয়ার জন্য জায়গা থাকতে হবে। এখনো আমরা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, মুক্ত হয়নি। আমরা কিছু বললেই সরকার আমাদের ওপর আক্রমণের অভিযোগ তোলে। কেউ শুনতে চায় না। তবে হতাশ হবেন না।

তিনি আরও বলেন, জনগণের দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আমি এ ব্যাপারে আশাবাদী।

বিএনপি মহাসচিব মনে করেন, রাজনীতিকদের মধ্যে এখন পারস্পরিক বোঝাপড়ার সময়। এতে জনগণই সুফল পাবে।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এবং 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনও ফখরুলের বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি সরকারকে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান।

জাহিদ হোসেন সতর্ক করে দিয়ে বলেন, শেখ হাসিনার মতো ক্ষমতা কুক্ষিগত করে পালানোর পথ তৈরি করা উচিত নয় সরকারের।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখার জন্য পাঁচজন সম্পাদক এবং সেই আন্দোলনে শহীদ হওয়া দুই পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ