Views Bangladesh Logo

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

র্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন ও গণভোট একই দিনে হলে খরচ কিছুটা বাড়বে। তবে এতে বাজেটের কোনো সমস্যা হবে না।

সোমবার সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিল কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে হলে ব্যয় বাড়বে ঠিকই, কিন্তু চিন্তার কিছু নেই। নির্বাচনের জন্য যে বাজেট বরাদ্দ আছে, গণভোট এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থার কারণে সেই খরচ কিছুটা বাড়বে।

তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট আলাদা দিনে করা খুব কঠিন হবে। বিশ্বের অনেক দেশ একদিনেই এসব আয়োজন করে, তাই একই দিনে করা ভালো।

অর্থ উপদেষ্টা জানান, জ্বালানি মন্ত্রণালয় পরিশোধিত তেল আমদানি করবে এবং এ বিষয়ে আজ অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চালের দাম এতদিন স্থিতিশীল ছিল, তবে সম্প্রতি একটু বেড়েছে। এ কারণে নন-বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত একবারে ৪০ থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বলেন, অন্য দেশে এভাবে দাম বাড়ে না। শুধু প্রশাসন দিয়ে এসব সমস্যা সমাধান সম্ভব নয়—এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বেরও ভূমিকা দরকার।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ