Views Bangladesh Logo

গাজীপুরে চলছে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক ও রেলপথ অবরোধ

গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তারা এ কর্মসূচি পালন করার ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেও মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে (নেসকো) ডিপ্লোমা প্রকৌশলীদের হয়রানির প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির সমর্থনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রথমে 'ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর ব্যানারে গাজীপুর শহরের শিমুলতলি সড়কে বিক্ষোভ করে। এরপর তারা একটি মিছিল নিয়ে ভুরুলিয়া রেললাইন অবরোধ করে, যার ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিরুজ্জামান বলেন, অবরোধের কারণে বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি মৌচাক স্টেশনে আটকা পড়ে।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তারা বলেন, সারা দেশে ৪০ লাখেরও বেশি ডিপ্লোমা প্রকৌশলী এবং প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীকে নিয়ে একটি অপপ্রচার চালানো হচ্ছে। তারা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে অভিহিত করেন। তারা আরও বলেন যে, এমন দাবি দেশের কর্মসংস্থান খাতে অস্থিরতা তৈরি করবে এবং শিক্ষার্থী ও পেশাদারদের মধ্যে অসন্তোষ বাড়াবে।

সমাবেশে সাত দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায় ‘ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন’। একই সঙ্গে তারা বুধবার সকাল ১০টা থেকে গাজীপুরের মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ