হিরো আলম গ্রেপ্তার

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তার স্ত্রী রিয়া মনির করা মামলায় তাকে গ্রেপ্তার করে।
এর আগে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন রিয়া মনি।
গত বুধবার বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পর ঢাকার প্রধান মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদীর আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা নিয়মিত আদালতে উপস্থিত হচ্ছিলেন না। তাই আমরা তাদের জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।'
মামলার এজাহার অনুযায়ী, হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে সম্প্রতি বিরোধের সৃষ্টি হয়। এরপর হিরো আলম তাকে তালাক দেন এবং বাড়ি থেকে বের করে দেন।
২১ জুন হাতিরঝিল এলাকার একটি বাসায় দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, সেসময় হিরো আলম ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের গালাগালি করেন।
পরে তারা বাদীর বর্তমান বাসায় জোরপূর্বক প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করেন, এতে তার শরীরে আঘাতের চিহ্ন তৈরি হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মারধরের সময় তার গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নেওয়া হয়। ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে