ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব, স্ত্রী হেমা মালিনীর ক্ষোভ
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন—বিভিন্ন গণমাধ্যমে এমন ভুয়া খবর প্রকাশিত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী ও মেয়ে এশা দেওল।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হেমা মালিনী লিখেছেন, ‘যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি—যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন, তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। পরিবার ও তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখান।’
অভিনেতার মেয়ে এশা দেওলও জানান, ‘বাবা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। এসব মিথ্যা খবর বন্ধ হোক।’
গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়াতে থাকে। আজ সকালে ভারতের একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়-মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্ডিয়া টুডে পর্যন্ত প্রকাশ করে তার মৃত্যুসংবাদ।
তবে পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৮৮ বছর বয়সী এই অভিনেতা শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সোমবার রাতে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, আরিয়ান খান, গোবিন্দ ও আমিশা প্যাটেলসহ আরও অনেক তারকা।
বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে প্রায় ২৪৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে