Views Bangladesh Logo

বৃষ্টিতে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় জলাবদ্ধতা, যানজটে দুর্ভোগ

রাজধানীতে সকালের বৃষ্টিতে এয়ারপোর্ট এলাকা, মিরপুরসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সারেজমিন দেখা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট এলাকার কিছু স্থানে গাড়ি প্রায় অর্ধেক ডুবে গেছে। ব্যক্তিগত গাড়ি ও বাস বিকল হয়ে সড়কের মাঝেই দাঁড়িয়ে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মিরপুর থেকে বনানী যেতে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে জানান সাংবাদিক মারিয়া সালাম। অপরদিকে উত্তরা প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ সানজিদা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মিরপুর থেকে উত্তরা পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। কিছুটা পথ হেঁটেও আসতে হয়েছে।”

এদিকে উত্তরা থেকে মিরপুর আসার পথে যানজটে আটকে থেকে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি গোলাম রহমান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ মোহাম্মদ ভিউজ বাংলাদেশকে জানান, “আমরা ইতোমধ্যেই প্রতিনিধি পাঠিয়েছি। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ