Views Bangladesh Logo

বৃষ্টিতে তিন মহানগরে জলাবদ্ধতার আশঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা, খুলনা ও চট্টগ্রাম মহানগরীতে ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) প্রকাশিত এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।

তিনি বলেন, 'অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।'

ঢাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭৭ মিলিমিটার। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনীতে ৩৯৯ মিলিমিটার, সীতাকুণ্ডে ১৮০, বরিশালে ২৬৯, পটুয়াখালীতে ২০১, চট্টগ্রামে ৮২ এবং সন্দ্বীপে ১১৫ মিলিমিটার।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ