Views Bangladesh Logo

সাতটি মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি চলছে ২ ট্রাইব্যুনালে

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলার শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ মোট ৪৫ জনকে হাজির করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক ১০ জন মন্ত্রী এবং কয়েকজন সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্যও।

মামলাগুলোর মধ্যে ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ পলাতক তিনজন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শেষ পর্যায়ে থাকা মামলাটির অন্য দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্ক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর এ মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ উপস্থাপন করছেন।

এ ছাড়া সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ চলছে।

অন্য পাঁচটি মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও থাকলেও সময়ের আবেদন জানিয়েছেন প্রসিকিউশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ