Views Bangladesh Logo

হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করছেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত আছেন। শুনানিটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এর আগে ২৪ জুন এ মামলার শুনানির জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পাঁচটি অভিযোগ আমলে নেওয়া হয়। সেদিন আদালতে অভিযোগপত্র পড়ে শোনান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ জুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন আদালত। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সাত দিনের মধ্যে হাজির না হলে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে।

পরে ১৭ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি করে। একইসঙ্গে ১ জুন মামলার পাঁচটি অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গত ১২ মে তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে জুলাই-আগস্ট গণহত্যার মূল নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়। মামলার অপর দুই আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী মামুন।

এ মামলাকে দেশটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। আদালতে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য দেবেন। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ