স্বাস্থ্যের ‘মাফিয়া’ খ্যাত মিঠু আটক
ঢাকার গুলশান এলাকা থেকে স্বাস্থ্যখাতে দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যক্তি মোতাজ্জরুল ইসলাম মিঠুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
মিঠু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সমালোচিত। পুলিশের মতে, তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্ত চলছে এবং আটক মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ডিবি সূত্র জানিয়েছে, মিঠুর বিরুদ্ধে আরও তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট চক্র ও অন্য সম্পৃক্তদের শনাক্ত করতে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে।
এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশা করছে, স্বাস্থ্যখাতের অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে এটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে