Views Bangladesh Logo

ডেঙ্গুর হুমকির বিষয়ে সতর্কতা স্বাস্থ্য কর্মকর্তাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত, বিশেষ করে নিবিড় পরিচর্যার প্রয়োজন এমন রোগীর সংখ্যা মারাত্মকভাবে বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, রোগটি এখন আরও আক্রমণাত্মক ও জটিল আকারে প্রকাশ পাচ্ছে। জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা এবং জনসচেতনতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (৯ জুলাই) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ডেঙ্গুর বর্তমান রূপকে ‘পরিবর্তিত’ এবং আগের বছরের তুলনায় নিয়ন্ত্রণ করা আরও কঠিন বলে বর্ণনা করেছেন।

ডা. জাফর বলেন, ‘ডেঙ্গু এখন আর আগের মতো সহজে মোকাবিলা সম্ভব নয়। এর প্রকৃতি বিকশিত হওয়ায় অনেক রোগী এখন খুব দ্রুত গুরুতর জটিলতা তৈরি করছেন। ফলে নিবিড় পরিচর্যার প্রয়োজন বাড়ছে’।

সংবাদ সম্মেলনে ডেঙ্গু ব্যবস্থাপনা সহায়তায় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়। যন্ত্রগুলোর মধ্যে রয়েছে পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন ও বেডসাইড হেমাটোক্রিট ডিভাইস, যেগুলোকে দ্রুত রোগ নির্ণয় ও রোগীর যত্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অপরিহার্য বলে চিহ্নিত করেন ডা. জাফর।

‘যন্ত্রগুলো চিকিৎসকদের দ্রুত কাজে সহায়তা, চিকিৎসার ফলাফল উন্নত এবং জটিলতার ঝুঁকি হ্রাস করে’- বলেন তিনি।

সাম্প্রতিক সংক্রমণ পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, কয়েকদিন আগে বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের খবর পাওয়া গেলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তিনি নিশ্চিত করেন, আরও প্রাদুর্ভাব রোধে দেশজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।

‘আমরা সব স্তরে প্রস্তুত। তবে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো এখন আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’- বলেন তিনি।

নাগরিকদের মশার প্রজননস্থল নির্মূল, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার পরামর্শ নেয়া এবং সরকারি মাধ্যমে অবহিত থাকার আহ্বান জানিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ