Views Bangladesh Logo

৬ দফা দাবিতে বুধবার থেকে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

 VB  Desk

ভিবি ডেস্ক

নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য দূরীকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী বুধবার (১ অক্টোবর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়ে সংগঠনটির নেতারা দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন কাঠামোতে বৈষম্যের শিকার হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিশুদের ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে টিকাদানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা যথাযথ মর্যাদা থেকে বঞ্চিত হয়েছেন।

তারা অভিযোগ করেন, ২০১৮, ২০২০ এবং চলতি বছরে আশ্বাস দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে কর্মবিরতির পথে হাঁটছে সংগঠনটি।

কর্মবিরতির ফলে দেশের প্রায় ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে ১২ অক্টোবরের নির্ধারিত টাইফয়েড টিকা ক্যাম্পেইনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

সংগঠনটির দাবি, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক সংযুক্তকরণ, ১৪তম গ্রেড প্রদান এবং বেতন স্কেল উন্নীতকরণসহ তাদের ৬ দফা দাবি দ্রুত পূরণ করতে হবে। বর্তমান সরকার তাদের যৌক্তিক দাবি বিবেচনায় এনে দ্রুত উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ