Views Bangladesh Logo

গোপালগঞ্জে শিশুদের গ্রেপ্তারের তদন্তের নির্দেশ হাইকোর্টের

 VB  Desk

ভিবি ডেস্ক

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার পর অপ্রাপ্তবয়স্কদের গ্রেপ্তারে ‘শিশু আইন, ২০১৩’ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নির্ধারণে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশু আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুলও জারি করেছেন।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৭ জুলাই) তদন্ত কমিটিকে ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ারও আদেশ দেন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্চ টু গোপালগঞ্জের সমাবেশ ঘিরে সংঘর্ষের পর গ্রেপ্তার হওয়া প্রায় ২০০ জনের মধ্যে নয়জন শিশুও রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস ও আবেদা বুলবুল। এতে বলা হয়, শিশুদের গ্রেপ্তার শিশু আইনের আইনি সুরক্ষা লঙ্ঘন করেছে।

১৬ জুলাইয়ের ওই সহিংসতা ও আইন প্রয়োগকারী সংস্থার সাথে স্থানীয়দের মারাত্মক সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ