রাঙামাটিতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

রাঙ্গামাটিতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা ও অন্য যেকোনো পাহাড় কাটা বন্ধে হাইকোর্ট পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট পিটিশন দায়ের করলে বুধবার তার শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদ রুল জারি করেছেন। রুলে আদালত জানতে চেয়েছেন, কেন রাঙ্গামাটির পাহাড় কাটা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করা হবে না এবং ইতোমধ্যেই কাটা পাহাড়ের মাটি ভরাটের ব্যবস্থা কেন নেওয়া হবে না। আদালত চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন আদেশে আদালত পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম, ডিসি, এসপি, ইউএনও ও ওসি রাঙ্গামাটি সদরকে মনিটরিং টিম গঠন করে পাহাড় কাটার কাজ বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছেন। এ মনিটরিং টিম তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে।
শুনানিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের কৌশলী অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, পরিবেশ আইনের ছয় ধারায় পাহাড় কাটার উপর বিধিনিষেধ আছে এবং কোনো পাহাড় কাটলে পনেরো ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, পরিবেশের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাড় কেটে পরিবেশ নষ্ট করছে, এবং প্রশাসনের সামনে এ কার্যক্রম চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে