ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার নির্দেশ কেন নয়: হাইকোর্টের রুল
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা করতে কেন নির্দেশ দেয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।
একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য নিহতদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা করে একটি নিরপেক্ষ তালিকা তৈরিতে কেন নির্দেশ দেয়া হবে না—তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটটি করেছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এমদাদুল হক। আজ আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।
রিট আবেদনে বলা হয়, ড. ইউনূস দেশের অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সংস্কারে অবদান রেখেছেন। তাই তাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা উচিত। পাশাপাশি ১৬ জুলাইয়ের ঘটনার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেয়ার দাবিও উঠে আসে আবেদনটিতে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে