বিমান বিধ্বস্তে ক্ষতিপূরণ চাওয়া রিট শুনতে ‘অপারগ’ হাইকোর্ট
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা একটি রিট শুনতে অস্বীকৃতি জানিয়েছেন হাইকোর্ট। রিটে নিহত ও আহত প্রত্যেককে প্রাথমিকভাবে অন্তত ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল।
সোমবার (৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। আদালত জানান, এ বিষয়ে আগেই নির্দেশনা দেয়া হয়েছে। ২২ জুলাই একই বেঞ্চ থেকেই ক্ষতিপূরণ ও তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে রুল জারি হয়েছিল।
রিটটি জনস্বার্থে দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। সোমবার তিনি পুনরায় বিষয়টি আদালতে শুনানির জন্য উপস্থাপন করলেও আদালত তা গ্রহণ করেনি। পরে তিনি জানান, একই রিট অন্য একটি বেঞ্চে উপস্থাপন করবেন।
এর আগে ২৩ জুলাই দায়ের করা রিটে বিমানবন্দর এলাকায় চারতলার বেশি ভবন নির্মাণের অনুমোদন বন্ধ এবং বিমান চলাচল আইন লঙ্ঘন করে উচ্চ ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমিকা তদন্তের নির্দেশনাও চাওয়া হয়।
এই রিটে গৃহায়ন ও গণপূর্ত, প্রতিরক্ষা এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, আইএসপিআরের পরিচালক, রাজউক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিটকারী ইউনুছ আলী আকন্দ বলেন, উত্তরা প্রকল্পে ২০ তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়েছে, যা বেসামরিক বিমান চলাচল আইনসহ বিভিন্ন নিয়ম লঙ্ঘন করেছে। সরকারগুলোর অবহেলার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি জেট বিমান মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকেই হতাহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে