মিরপুরে কেমিক্যাল গুদামে হ্যাজম্যাট টিমের পরিদর্শন
মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে হাজার্ডাস ম্যাটেরিয়ালস (হ্যাজম্যাট) টিমের সদস্যরা, যেটি ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত টিম।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় দলটি। পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তাদের দুইজন সদস্য বিশেষ সুরক্ষা পোশাক পরে কেমিক্যাল গুদামের ভেতরে প্রবেশ করেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। তখন থেকেই আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা। ইতোমধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সেখানে এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এদিকে ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা কঠোরভাবে ঘিরে রেখেছে। কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও উৎসুক জনতা এবং নিখোঁজদের স্বজনরা গুদামের বাইরে ভিড় করছেন।
বিপজ্জনক ধোঁয়ার কারণে কর্তৃপক্ষ ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। সতর্কতা হিসেবে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে