Views Bangladesh Logo

বরখাস্ত হাথুরুসিংহে, নতুন কোচ ফিল সিমন্স

 VB  Desk

ভিবি ডেস্ক

নেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বিসিবি থেকে বরখাস্ত করা হয়েছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহকে। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন ফিল সিমন্স। হাথুরুর দায়িত্ব ছিল আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্তই।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

মূলত অসাদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

সংবাদ সম্মেলনে ফারুক বলেন, বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ