হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষের পর ওসি প্রত্যাহার
একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পর হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়।
তার পরিবর্তে তদন্ত কর্মকর্তা মোস্তাক আহমেদকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দুপুরে দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ওসির প্রত্যাহার দাবি করা হয়। অভিযোগ ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলার সময় তিনি নীরব ছিলেন। রাতেই শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভে নামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক হাটহাজারী মাদ্রাসার সামনে অশালীন অঙ্গভঙ্গির একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এতে কওমি সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টায় ফটিকছড়ি থানা পুলিশ পৌর সদর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। তিনি হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মুসার ছেলে। গ্রেপ্তারের পর তিনি একটি ভিডিও বার্তায় ক্ষমা চান।
এ ঘটনার পর দুপুর থেকে হাটহাজারী পৌর এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পৌরসভার গোল চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সন্ধ্যার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি অনুসারীরা। এতে শতাধিক ব্যক্তি আহত হন।
এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই হাটহাজারী উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে মিরেরহাট থেকে ইলেভেন মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকাজুড়ে এই নিষেধাজ্ঞা শনিবার রাত ১০টা থেকে রোববার দুপুর ৩টা পর্যন্ত জারি করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে